এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪১ পিএম, ২১শে আগস্ট ২০২৫

দেশের এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে চিকিৎসা ভাতা এক হাজার টাকায় উন্নীত করার বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগে এ প্রস্তাব পাঠানো হয়। এ বিষয়ে বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. মজিবর রহমান জানান, অনুমোদনের বিষয়টি অর্থবিভাগের ওপর নির্ভর করছে। এতে কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানে নতুন নির্দেশনা
শিক্ষকরা মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়ার দাবি জানালেও মন্ত্রণালয় ২০ শতাংশ হারে প্রস্তাব পাঠিয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, যদি সরকার এ প্রস্তাব অনুমোদন করে তবে আপাতত আন্দোলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে চূড়ান্ত অনুমোদন না এলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে ১৩ আগস্ট পাঁচ দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন শিক্ষকরা। পরে সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা। ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল অর্ধদিবস ও পূর্ণদিবস কর্মবিরতি এবং লাগাতার অবস্থান কর্মসূচি।
আরও পড়ুন: ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ
বর্তমানে দেশের প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখ শিক্ষক ও কর্মচারী রয়েছেন। এছাড়া সম্প্রতি ১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশও করা হয়েছে। বর্তমানে তারা মাসে এক হাজার টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাচ্ছেন। নতুন প্রস্তাব অনুমোদিত হলে এসব সুবিধা বৃদ্ধি পাবে।
এএস